বাংলাদেশের খবর
ঢাকামঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫
  1. খেলা
  2. চাকরি
  3. জাতীয়
  4. জীবনযাত্রা
  5. প্রযুক্তি
  6. বার্তা ময়মনসিংহ
  7. বিশ্ব সংবাদ
  8. মূলপাতা
  9. সর্ম্পক
  10. সারাদেশ
  11. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

বদলির আদেশ ছিঁড়ে ফেলার ঘটনায় একদিনে ১৪ এনবিআর কর্মকর্তা সাময়িক বরখাস্ত

Newsbd
জুলাই ১৫, ২০২৫ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

বদলির আদেশ অমান্য করে ছিঁড়ে ফেলার ঘটনায় আরো ছয়জন কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে আজ একদিনে ১৪ জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত অভ্যন্তরীণ সম্পদ বিভাগের পৃথক পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকার (উত্তর) রাজস্ব কর্মকর্তা সবুজ মিয়া, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনার রাজস্ব কর্মকর্তা শফিউল বশর, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্পের ঢাকার উপ-প্রকল্প পরিচালক অতিরিক্ত কমিশনার সিফাত-ই-মরিয়ম।

এছাড়া নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের ঢাকার অতিরিক্ত কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার, এনবিআরের দ্বিতীয় সচিব মো. শাহাদাত জামিল এবং ঢাকার কর অঞ্চল-৮ এর অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এর মধ্যে প্রথমে আট আদেশে আয়কর অনুবিভাগের আট কর্মকর্তাকে এবং পরে আলাদা আদেশে শুল্ক অনুবিভাগের পাঁচজন ও কর অনুবিভাগের একজন কর্মকর্তার বিরুদ্ধে একই ব্যবস্থা নেওয়া হয়।

সুত্র: বিবিসি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।