বাংলাদেশের খবর
ঢাকারবিবার , ১৩ জুলাই ২০২৫
  1. খেলা
  2. চাকরি
  3. জাতীয়
  4. জীবনযাত্রা
  5. প্রযুক্তি
  6. বার্তা ময়মনসিংহ
  7. বিশ্ব সংবাদ
  8. মূলপাতা
  9. সর্ম্পক
  10. সারাদেশ
  11. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

হাতে বানানো এয়ার কুলার বসিয়ে গরম থেকে বাঁচার চেষ্টা আফগানিস্তানের ট্যাক্সিচালকদের

Newsbd
জুলাই ১৩, ২০২৫ ৯:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

আফগানিস্তানের ভীষণ গরম একটি শহরে ট্যাক্সিগুলোর ছাদে এখন পুরানো-ধুলোমাখা ড্রাম এবং তার সঙ্গে লাগানো মোটা পাইপ বসানোর মতো দৃশ্য চোখে পড়ছে।

দেখতে অদ্ভুত লাগলেও এগুলো হলো মূলত হাতে তৈরি এয়ার কুলার, প্রচণ্ড গরম থেকে রেহাই পেতে যেগুলো ট্যাক্সিচালকেরা নিজেরাই বানিয়েছেন।

দেশটির দক্ষিণাঞ্চলের শহর কান্দাহারে তাপমাত্রা প্রায়ই ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। কিন্তু চালকেরা আফসোস করে বলেন, এই গরমের মধ্যে গাড়ির এসি প্রায়ই নষ্ট হয়ে যায়।

বার্তা সংস্থা এএফপিকে আব্দুল বারী নামক এক ট্যাক্সিচালক বলেন, “এই এয়ারকুলার এসির চেয়ে ভালো কাজ করে। এসি তো শুধু গাড়ির সামনের অংশ ঠাণ্ডা করে। কিন্তু এই কুলার পুরো গাড়ির ভেতরে বাতাস ছড়িয়ে দেয়।”

এএফপি’র এক ভিডিওতে দেখা যায়, মি. বারী আঠালো টেপ দিয়ে কুলারের মোটা পাইপ, যেটি দিয়ে ঠান্ড বাতাস আসতে পারবে, সেটি গাড়ির জানালায় লাগাচ্ছেন। আর এসময় একজন সহকারী ছাদে উঠে কুলারের মূল অংশটি ঠিক করছেন।

কান্দাহারের আরেকজন ট্যাক্সিচালক গুল মোহাম্মদ বলেন, কয়েক বছর আগে তিনি এই ধরনের হাতে বানানো কুলার ব্যবহার করা শুরু করেন, কারণ আবহাওয়া প্রচণ্ড গরম হয়ে উঠছিলো।

“এই গাড়িগুলোর এসি কাজ করতো না, আর গাড়ি মেরামত করতে অনেক খরচ হতো। তাই আমি এক টেকনিশিয়ানের কাছে গিয়ে একটি কাস্টম (নিজের মতো করে) কুলার বানিয়ে ফেললাম,” তিনি বলেন।

৩২ বছর বয়সী এই চালক জানান, এর জন্য তার খরচ পড়েছিলো মাত্র তিন হাজার আফগানি।

তাদের এই অভিনব উদ্যোগ যাত্রীদের কাছেও প্রশংসিত হচ্ছে।

“যখন কুলার থাকে না, তখন টিকে থাকা কঠিন হয়ে পড়ে। এমনকি, গরমের জন্য আমি সবসময় আমার সাথে ওষুধও রাখি,” বলেন ১৯ বছর বয়সী নোরুল্লাহ।

সুত্রঃ বিবিসি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।