বাংলাদেশের খবর
ঢাকাশুক্রবার , ১৮ জুলাই ২০২৫
  1. খেলা
  2. চাকরি
  3. জাতীয়
  4. জীবনযাত্রা
  5. প্রযুক্তি
  6. বার্তা ময়মনসিংহ
  7. বিশ্ব সংবাদ
  8. মূলপাতা
  9. সর্ম্পক
  10. সারাদেশ
  11. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে হামলায় ৭৫ জনের নামে মামলা, আটক ৪৫

Newsbd
জুলাই ১৮, ২০২৫ ৬:২০ পূর্বাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে দফায়-দফায় সংঘর্ষকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে দ্বিতীয় দিনের মতো আজ কারফিউ চলছে। বেলা ১১টা থেকে ৩ ঘণ্টা বিরতি দিয়ে দুপুর ২টায় ফের জেলায় কারফিউ শুরু হবে।

সকাল থেকে শহরের দোকানপাট বন্ধ রয়েছে। শহরের অলিগলি ফাঁকা। জরুরি পরিসেবা চালু রয়েছে। প্রধান সড়কে সীমিত আকারে যানবাহন চলাচল করছে। তবে কারফিউ ঘিরে সকালের দিকে শহরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা যায়নি। এ পর্যন্ত যৌথ বাহিনী ৪৫ জনকে আটক করছে।

অন্যদিকে গত বুধবার (১৬ জুলাই) এনসিপির পদযাত্রার আগে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের মারপিটের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে পুলিশের পরিদর্শক আহম্মেদ আলী বাদী হয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা ও সাধারণ সম্পাদক আতাউর পিয়ালসহ ৭৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত সাড়ে ৪শ’ থেকে ৫শ’ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

সুত্র: আমারদেশ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।