শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় একটি মাইক্রোবাসের ধাক্কায় সাকিবুল হাসান (৮) ও জাকারিয়া (৯) নামের দুই শিশু নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরেকজন।
রবিবার (১৩ জুলাই) বিকালে উপজেলার বড় রাংটিয়া (পাতার মোড়) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাকিবুল হাসান উপজেলার বড় রাংটিয়া দেওয়ানীপাড়া এলাকার গোলাপ হোসেনের আর জাকারিয়া জহুরুল ইসলামের ছেলে। আর আহত আমিন (৭) ওই এলাকার বাসিন্দা। তারা তিনজনই স্থানীয় মারকাযুত তাকওয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকালে ওই তিন জন মাদ্রাসা ছুটির পর বাড়িতে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে গুরুতর আহত হয় তিন জনই। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে হস্তান্তর করে। পরে তাদের জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিবুল ও জাকারিয়াকে মৃত ঘোষণা করেন।
শেরপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. আনিকা আফরিন প্রমা দুই শিশুর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। অন্যদিকে আহত আমিনকে শেরপুর সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, ঘাতক মাইক্রোবাস ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন জানান, ঘাতক মাইক্রোবাস ও চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সুত্র: banglatribune