Monday, April 28

গাজা ও রাফায় ইসরাইলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে আগামী মঙ্গলবার (৮ এপ্রিল) সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার (৫ এপ্রিল) সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচির ঘোষণা করেন।

কর্মসূচির আওতায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি এবং দুপুর ১২টায় প্রতি শহরের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মিছিল সহকারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিবৃতিতে ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক গাজায় ইসরাইলি হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, “এ ধরনের ভয়ঙ্কর বর্বরতার নিন্দা করা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ইসরাইলের এমন বর্বরতা সত্ত্বেও বিশ্ববাসীর নির্লিপ্ত আচরণ আরও বেশি অমানবিক।” তারা আরও বলেন, “ছাত্রদল গাজা ও রাফায় ইসরাইলি বাহিনীর গণহত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছে।”

Share.
Leave A Reply

Exit mobile version